সেদিন গিয়েছিলাম ২৬শে মার্চ এর স্বাধীনতা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায়। থিম ছিল তোমার চোখে মুক্তিযুদ্ধ। আমাদের সবাই কে অবাক করে দিয়ে ছবি এঁকে যে প্রথম হয়েছে সে আহ্নাফ। সে ডাউন সিনড্রোম নিয়ে প্রতিনিয়ত লড়ছে। তবুও চেষ্টা আর ইচ্ছা থাকলে কতকিছু জয় করা সম্ভব। তা প্রমান করে দিয়েছে আহ্নাফ। আমাকে আস্তে আস্তে বলল আঁকতে ভাল্লাগে। কি মায়াবী এই বাচ্চাগুলো। ওর ফুপু এসেছিলো নিয়ে। বলল আমি ওকে সব আয়োজনে নিয়ে যাই। এভাবেই সবাই আমরা তাদের পাশে থাকলে তারা কত কিছু করতে পারে।