স্পৃহাথেকে গতকাল গিয়েছিলাম মুনফ্লাওয়ার অটিজম ফাউন্ডেশন এর প্রতিষ্ঠা বার্ষিকী তে।
স্পৃহাথেকে গতকাল গিয়েছিলাম মুনফ্লাওয়ার অটিজম ফাউন্ডেশন এর প্রতিষ্ঠা বার্ষিকী তে। কি যে সুন্দর সুন্দর ফুলগুলো সেখানে প্রস্ফুটিত হচ্ছে পরম যত্নে ।তাদেরকে নিয়ে একটা ইনক্লুসিভ ইকোসিস্টেম গড়া আমাদের প্রত্যেকের কর্তব্য।প্রত্যেকের ভালোবাসায় আদরে যত্নে যেন বেড়ে উঠতে পারে এই বিশেষ চাহিদা সম্পন্ন মানুষগুলো। স্পৃহা থেকে আমরা থাকবো সকল সহায়তাকারী প্রতিষ্ঠানের পাশে।