বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা পিছিয়ে থাকবে না পরিবেশ রক্ষায়—সেই উদ্দেশ্যে একটি চুক্তি সই করেছে স্পৃহা এবং জিএলটিএস।
বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অভিভাবকদের একটি আস্থার প্ল্যাটফর্ম স্পৃহা। তাদের মূল লক্ষ্য সচেতনতা বৃদ্ধি করা এবং বৈচিত্র্যময় অন্তর্ভুক্তি।
স্পৃহার প্রতিষ্ঠাতা ফারহা মাহমুদ তৃনা বলেন, ‘জিএলটিএস সবুজ বনায়ন, সবুজ ক্ষমতায়ন ও নেতৃত্ব গঠনে ওতপ্রোতভাবে জড়িত। সবুজ ক্ষমতায়ন ও নেতৃত্ব গঠনের পাশাপাশি সামাজিক ও বৈচিত্র্যময় অন্তর্ভুক্তিতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরাও যেন এই বিষয়গুলোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হয়ে কাজ করতে পারে, তাদের কর্মদক্ষতা বৃদ্ধি করতে পারে এবং সবক্ষেত্রে স্বাভাবিক অন্তর্ভুক্তির ছোঁয়া দিতে পারে, সেজন্য আমরা এক হয়ে কাজ করতে অঙ্গীকারবদ্ধ।’