Search
Close this search box.

Spirha

পরিবেশ রক্ষায় পিছিয়ে থাকবেনা ভিন্নভাবে সক্ষম শিশু ও ব্যক্তিরা

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা পিছিয়ে থাকবেনা পরিবেশ রক্ষায় সেই উদ্দেশ্য সামনে রেখে আজ ৭ মে, একটি চুক্তি স্বাক্ষর করেছে স্পৃহা এবং জিএলটিএস। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অভিভাবকদের একটি আস্থার প্ল্যাটফর্ম স্পৃহা। সচেতনতা বৃদ্ধি করাই মূল লক্ষ্য এবং বৈচিত্র্যময় অন্তর্ভুক্তি অন্যতম উদ্দেশ্য স্পৃহার।

গ্লোবাল ল থিংকার্স সোসাইটি (জিএলটিএস) একটি আন্তর্জাতিক শিক্ষার্থী ও বহুবেশাজীবীদের জলবায়ু ন্যায়বিচার রক্ষা ও নেতৃত্বের প্লাটফর্ম। স্পৃহা এর প্রতিষ্ঠাতা ফারহা মাহমুদ তৃনা বলেন, যেহেতু জিএলটিএস সবুজ বনায়ন, সবুজ ক্ষমতায়ন ও নেতৃত্র গঠনে ওতোপ্রতোভাবে জড়িত তাই সবুজ ক্ষমতায়ন ও নেতৃত্ব গঠনে, পাশাপাশি সামাজিক ও বৈচিত্রময় অন্তর্ভুক্তিতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরাও যেন এই বিষয়গুলোর সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়ে কাজ করতে পারে, তাদের কর্ম দক্ষতা বৃদ্ধি করতে পারে, এবং সব ক্ষেত্রে স্বাভাবিক অন্তর্ভুক্তির ছোঁয়া যেন দিতে পারে তাই একতাবদ্ধ হয়ে কাজ করবার জন্য আমরা স্পৃহা থেকে অঙ্গীকারবদ্ধ।

 

অনলাইন রিপোর্ট দেখুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top