গতকাল সি আর পি তে গিয়েছিলাম। অনেক বছর পরে গিয়েও দেখলাম কি নিবিষ্ট ভাবে এখানে আসা বিশেষ চাহিদাসম্পন্ন মানুষগুলো কে সারিয়ে তোলায় চেষ্টারত প্রত্যেকটি থেরাপিস্ট ডাক্তার সাপোর্ট স্টাফ। বাচ্চাগুলোর দিকে তাকালে মন ভরে যায়। একটা বাচ্চার সাথে সে কি গল্প আমার। কাঠের পা নিয়ে চলা বাচ্চা টাকে বললাম, যদি চেষ্টা করো তুমি অনেক সুন্দর হাঁটতে পারবে। আন্টি তোমার জন্য চকলেটে আনব। বাচ্চাটা সাথে সাথে কি খুশি!! মাকে ধরে বলার চেষ্টা করল আমি হাঁটবো।। এই বাচ্চাগুলো বিশেষ তবে বিশেষ আদরের বিশেষ বুদ্ধিদীপ্ত। প্রয়োজন তাদের কে মনোবল দেয়া তাদেরকে যত্ন দেয়া।